নিউজ ওয়েভ ইন্ডিয়া: নিজেদের দলের খেলায় খুশি কোচ রেনেডি সিং। মঙ্গলবার বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর সাংবাদিক বৈঠকে একথা জানালেন তিনি। রেনেডি বলেন, খেলার শেষ পর্যন্ত পরিকল্পনা মাফিক খেলেছে ছেলেরা। তারা শেষ পর্যন্ত লড়াই করেছে। ওরা একটামাত্র ছাড়া তেমন কোনও ক্লিয়ার চান্স পায়নি। উপরন্তু, লাল-হলুদ দল ৩টি ক্লিয়ার চান্স পেয়েছে। সেগুলো থেকে গোল করতে পারলে দল জয়ের স্বাদ পেয়ে যেত বলেও দাবি করেছেন রেনেডি।
🗣Renedy Singh shared his thoughts after a hard-fought 1-1 draw against Bengaluru FC. #BFCSCEB #HeroISL pic.twitter.com/Bw9KdPRzjA
— SC East Bengal (@sc_eastbengal) January 5, 2022
দায়িত্ব নিয়েই দলের ছেলেদের তিনি বলেছিলেন, পরিকল্পনা ও কৌশলের ওপর নজর দিতে হবে। জোর দেওয়া হয়েছিল রক্ষণ ও আক্রমণের মধ্যে সমন্বয় তৈরিরও। সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন রেনেডি। তিনি বলেন, এতে হাতেনাতে ফল না আসলেও দু-তিনটে ম্যাচ খেলার পরেই ফলাফলে প্রভাব পড়ে। সবকিছুর থেকে লড়াইয়ের মানসিকতা বজায় রাখা জরুরি বলেও মনে করেন রেনেডি।
আদিল খান সম্পর্কেও এদিন যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করলেন রেনেডি। বললেন, “গত কয়েকমাস চোট আঘাতের সমস্যায় জর্জরিত ছিল। আমিও সন্দিহান ছিলাম ও কতটা ভালো খেলতে পারবে সেনিয়ে। কিন্তু, বেঙ্গালুরুর বিরুদ্ধে ও আমাকে ভুল প্রমাণ করেছে। আমি দারুন খুশি আদিল ফিরে আসায়। তবে আমাদের আরও উন্নতি করতে হবে। আগামী ম্যাচ আমি দায়িত্বে আছি। আশা করছি, ভালো ফল করতে পারব।”