Juan Ferrando PC on Hyderabad Match
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: তিনি দলের হেড কোচ হিসেবে আসার পর জোড়া ম্যাচে জয়ী হয়েছে ATK Mohun Bagan। পর পর জয়ে লিগ টেবলে তিন নম্বর স্থানেও উঠে এসেছে তাঁর দল। এই পরিস্থিতিতে বুধবার শক্তিশালী হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। তার আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে হাজির হলেন স্প্যানিশ কোচ।

দল জিতেছে। কিন্তু, রক্ষণের দুর্বলতা কি ঢেকেছে? পালতোলা নৌকোর জয়ের ধারা এই ম্যাচেও বজায় থাকবে কিনা, তা নিয়েই প্রশ্ন করা হয় জুয়ান ফেরান্দোকে। তিনি বলেন, “রক্ষণ নিয়ে আমি তেমন চিন্তিত নই। আমি জয় নিয়েই ভাবছি। যেভাবে হোক ৩ পয়েন্ট আনাটা জরুরি। তাছাড়া আমি দলে নতুন ফুটবল দর্শন নিয়ে এসেছি। সেটার সঙ্গে ছেলেরা কতটা মানিয়ে নিতে পারছে সেটাই আসল। তবে আমি খুশি, প্রথম থেকেই ছেলেরা আমার ভাবনা ও পরিকল্পনা বুঝে খেলার চেষ্টা করছে।”

ফেরান্দো জানিয়েছেন, “হায়দরাবাদ এফসিকে দল হিসেবে যথেষ্ট সমীহ করছি আমরা। এই দলটা অসাধারণ ফুটবল খেলছে। ভালো স্কোয়াড। তবে খুব সহজে ওরা জিতবে না। কঠিন লড়াই হবে।” এই ম্যাচে প্রবীর দাস ও সুসাইরাজ জুটিকেও একসঙ্গে খেলতে দেখা যেতে পারে বলে জনিয়েছেন ফেরান্দো। তবে শুভাশিস এখনও চোটমুক্ত হতে পারেননি বলেও আক্ষেপ করেছেন তিনি।

হায়দরাবাদের বিরুদ্ধে জিততে পারলে লিগ টেবলের শীর্ষে চলে আসবে সবুজ মেরুন ব্রিগেড। স্প্যানিশ কোচ জানিয়েছেন, এটা ফুটবলারদের কাছে ভালো সুযোগ।

Share it