নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল-হলুদের কোচ নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দল গোছানোর ভাবনাচিন্তা শুরু করে দিয়েছিলেন স্প্যানিশ হেড কোচ মারিও রিভেরা। দলের মাঝমাঠ শক্তিশালী করতে দলে নেওয়ার ইচ্চে প্রকাশ করেছিলেন ময়দানে দুই পরিচিত বিদেশি তারকা ফুটবলার স্যান্টোস কোলাডো ও জোসেবা বেইতিয়াকে।
গত কয়েকদিন দিন ধরেই ISL-এর আবহে শোনা যাচ্ছিল কোলাডো ও বেইতিয়া সম্ভবত লাল-হলুদ শিবিরে যোগ দিতে চলেছেন। এই মুহূর্তে রাউন্ডগ্লাস পাঞ্জাবের হয়ে I League খেলছেন বেইতিয়া। তবে করোনার কারণে I League দেড় মাসের জন্য স্থগিত হয়ে যাওয়ায় বেইতিয়াকে লোনে নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রিভেরা। কোলাডোও বর্তমানে ফ্রি এজেন্ট। দুজনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন নতুন স্প্যানিশ কোচ। রাজি ছিলেন দুই বিদেশিও।
কিন্তু, বৃহস্পতিবার সকালের খবর, ISL-এর জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে আর নতুন করে কোনও ফুটবলারকে নিতে ইচ্ছুক নয় শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ। চলতি ISL-এ এক টাকাও বাড়তি খরচ করতে নারাজ তারা। কেননা এই মরশুমের পরেই বিনিয়োগকারী হিসেবে আর SC East Bengal-এ থাকছে না এইচএম বাঙুরের সংস্থা। এই পরিস্থিতিতে দলের ভবিষ্যৎ নিয়ে আর নতুন করে চিন্তাভাবনা করতে অনিচ্ছুক বিনিয়োগকারীরা।
ISL-এ এই মরশুমে একেবারে চূড়ান্ত ব্যর্থ শতাব্দী প্রাচীন ক্লাব। ক্লাব-বিনিয়োগকারী টানাপোড়েন, দল গঠনে বিলম্ব, পরিকল্পনার অভাব, সব কিছুই ভীষণভাবে প্রভাব ফেলেছে এবারের লাল-হলুদ শিবিরের পারফরমেন্সে। এতে দারুণভাবে হতাশ ইস্টবেঙ্গল ক্লাবের কোটি কোটি সমর্থক।