নিউজ ওয়েভ ইন্ডিয়া: বৃহস্পতিবার ISL-এ অষ্টম ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলতে নামছে SC East Bengal। এখনও পর্যন্ত জয় অধরা লাল-হলুদ শিবিরে। ক্রমাগত হার এবং ড্র-এর জেরে মনবলও তলানি ঠেকেছে রফিকদের। এই পরিস্থিতিতে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসেছিলেন কোচ ম্যানুয়েল ডিয়াজ়।
বছরের শেষ ম্যাচ হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে তাঁর দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হলে ডিয়াজ় বলেন, “জেতার মানসিকতা নিয়েই খেলতে নামব আমরা। প্রত্যেকটা ম্যাচই আলাদা। সব ম্যাচেই জেতাই লক্ষ্য থাকে। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় আমরা এখনও জয় পাইনি।”
পেরোসেভিচের সার্ভিস এই ম্যাচে পাওয়া যাবে না। তাঁকে দল কতটা মিস করবে জানতে চাওয়া হয়েছিল স্প্যানিশ কোচের কাছে। ডিয়াজ় বলেন, “পেরোসেভিচ দলের খুবই গুরুত্বপূর্ণ একজন এবং রেগুলার প্লেয়ার ছিল। তাঁর জায়গায় চিমা, হাওকিপ এবং বলবন্তের মধ্যে কেউ খেলবে।”
ফ্রাঞ্জো পর্চে ও ড্যারেন সিডোলের চোটের কী পরিস্থিতি এবং কত দিন তাদের মাঠের বাইরে থাকতে হবে ? এর উত্তরে ডিয়াজ় বলেন, ফ্রাঞ্জোর গোড়ালিতে চোট রয়েছে। ডাক্তাররা এটা ভালো বলতে পারবেন। জানুয়ারিতে খেলতে পারবে আশা করি। আর ড্যারেন আজই দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে। আশা করি বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচে ও হয়তো সুস্থ হয়ে মাঠে নামতে পারবে।