Juan Ferrando (Pic from Twitter)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: চার ম্যাচ পরে জয়ের মুখ দেখেছে এটিকে মোহনবাগান। এই জয়ের ধারা অব্যাহত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ নতুন কোচ জুয়ান ফেরান্দো সহ সবুজ-মেরুন টিম। তাই ফুটবলারদের ছুটি না দিয়ে বুধবার বিকেলে রয় কৃষ্ণ, প্রীতম কোটাল, হুগো বুমৌসদের নিয়ে মাঠে নেমে পড়লেন নতুন স্প্যানিশ কোচ। দলকে নতুন করে ঢেলে সাজাতে প্রস্তুত হচ্ছেন ফেরান্দো।

মঙ্গলবার ফের দুর্দান্ত গোল করে ম্যাচের সেরা হয়েছেন লিস্টন কোলাসো। তবে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গোল করেও সন্তুষ্ট নন কোলাসো। পরের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধেও যাতে গোল পান তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ATKMB মিডিয়াকে তিনি বলেন, “পরপর পয়েন্ট নষ্ট হওয়ায় স্বাভাবিকভাবেই ড্রেসিংরুমে একটা চাপ তৈরি হয়েছিল। নর্থইস্ট ম্যাচ জিতে সেটা কাটিয়ে উঠেছি আমরা। এবার সামনের দিকে তাকাতে চাই। নতুন কোচ সামান্য কিছু স্ট্র্যাটেজি বদলে দিতে বলেছিলেন নর্থইস্ট ম্যাচে। সেটা আমরা কাজে লাগাতে পেরেছি।”

কোলাসো বলেন, “সবুজ মেরুন জার্সিতে প্রথম ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার আমি দলের সতীর্থদের উৎসর্গ করতে চাই। তবে গোল করে বা ম্যাচের সেরা হয়েও আমি তৃপ্ত নই, কারণ আমি নিজে এবং দলগতভাবে প্রচুর গোল নষ্ট করেছি। অনেক বেশি গোলে জিততে পারতাম আমরা। অনেক গোলও হজম করতে হচ্ছে। তবে আমাদের নতুন কোচ পুরো ব্যাপারটা দেখছেন। তিনি রণনীতি তৈরি করছেন। এখন আমাদের লক্ষ্য ম্যাচ ধরে ধরে এগোনো এবং প্লে-অফে খেলা নিশ্চিত করা।”

Share it