MSC on practice (Pic Courtesy : MSC Media)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ছয় দিনের কোয়ারেন্টাইন পর্ব কাটিয়ে মাঠে নেমে পড়ল সাদা-কালো ব্রিগেড। নিউটাউনের AIFF-এর এক্সিলেন্স সেন্টারে বুধবার থেকে শুরু হয়ে গেল অনুশীলন। কোচ আন্দ্রে চেরনিশভের অধীনে এদিন গা ঘামান ফৈজল, সুশীল, মার্কাসরা।

২৭ ডিসেম্বর সুদেভা এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়ে Hero I League-এর অভিযান শুরু করছে মহমেডান স্পোর্টিং ক্লাব। এবার অনেক বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। তিনটি প্রস্তুতি ম্যাচের সবকটিতেই জয়ী হয়েছে দল। এবারের এই দল নিয়ে যথেষ্ট আশাবাদী কোচ চেরনিশভ।

৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ১৩৯ বছরের ঐতিহাসিক এই ক্লাব। এবার I League জয়ই দলের পাখির চোখ। মোহনবাগান মাঠ, বারাসত স্টেডিয়াম ও কল্যানী স্টেডিয়ামে হবে এবার I League-এর ম্যাচগুলি।

Share it