fitness training going on in the room
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: হাতে আর মাত্র ৫ দিন। তারপরেই শুরু হয়ে যাচ্ছে Hero I League। ইতিমধ্যেই কলকাতার মোনোটেল হোটেলে গোটা টিম ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পর্ব শুরু করে দিয়েছে। কিন্তু, কোয়ারেন্টাইনে থাকলেও অনুশীলনে একচুলও ফাঁকি
নেই, ফৈজল, মার্কাসদের।

মঙ্গলবার দলের মিডিয়া সেলের তরফে কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে হোটেলের রুমেই প্রায় প্রতিটি ফুটবলার শারীরিক কসরতে ব্যস্ত। সুশীল মেইতেই, ফৈজল, মনোজ, মার্কাস, উইলিয়াম সকলেই গা ঘামাচ্ছেন রুমে।

৪০ বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়র পর আরও বেশি দৃঢ়প্রতিজ্ঞ, প্রত্যয়ী দেখাচ্ছে সাদা-কালো ব্রিগেডকে। তিনটি প্রস্তুতি ম্যাচেও বড় ব্যবধানে জয় পেয়েছে দল। এবার I League-এ ভালো ফল করতে মরিয়া টিমের সকলেই।

Share it