Hero eISL
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফুটবলের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে নতুন ভাবনা ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (FSDL)-এর। দক্ষিণ এশিয়ার সেরা ই-স্পোর্টস সংস্থা NODWIN Gaiming-এর সঙ্গে যৌথভাবে আনতে চলেছে eISL। সোমবার নিজেদের ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে। Indian Super League (ISL)-ই ভারতের প্রথম লিগ, যারা EA SPORTS সঙ্গে হাত মিলিয়ে গেমিংয়ের দুনিয়ায় প্রবেশ করল।


ISL-এর ২০২০-২১ মরশুম শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই, ২০ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে eISL-এর উদ্বোধনী মরসুমও। ২০ মার্চ, ২০২২ এর ফাইনাল হবে। এই টুর্নামেন্ট জিতলে থাকছে বিপুল পরিমান আর্থিক পুরস্কারও জুটবে। যার অঙ্ক সর্বমোট ৭৪ লক্ষ টাকা। এ ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় চার লক্ষ টাকার পুরস্কারও পাবেন।

FSDL-এর চিফ এগজিকিউটিভ অফিসার মার্টিন বেইন এই প্রসঙ্গে বলেন, “ভারতে অনলাইন গেমিংয়ের ক্রমবর্ধমান প্রসারের কারণে দেশের আগামী প্রজন্মের ক্রীড়া অনুরাগীদের আকর্ষিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে eSports-এর অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা আত্মবিশ্বাসী যে, এর ফলে ফুটবল অনুরাগীর সংখ্যা আরও বাড়বে।”

Share it