নিউজ ওয়েভ ইন্ডিয়া: সিনিয়র জাতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড়ই। এ নিয়ে আর কোনও সংশয়ের অবকাশ রইল না। মঙ্গলবার ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচের পদে আবেদন করেছেন তিনি। ২৬ অক্টোবরই এই আবেদনের শেষ দিন ছিল। চলতি টি-২০ বিশ্বকাপের পরই অবসর নিতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী।
Rahul Dravid applies for Team India head coach post, VVS Laxman likely to take over at NCA
Read @ANI Story | https://t.co/Uc11S25DuI pic.twitter.com/bMJ0pPkw4h
— ANI Digital (@ani_digital) October 26, 2021
সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ANI জানিয়েছেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চেয়ারম্যান পদে রাহুলের শূন্যস্থানে বসার জোরালো সম্ভাবনা রয়েছে ভিভিএস লক্ষ্মণের। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন দ্রাবিড়ের নির্ভরযোগ্য পারস মামব্রে। তবে ব্যাটিং কোচ হিসেবে বিক্রম রাঠোরের থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
কয়েকদিন আগেই বোর্ড প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গাঙ্গুলি, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়ে ছিলেন এখনও কোচ হওয়ার জন্য কোনও কথা দেননি রাহুল। কয়েকদিন সময় চেয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’।