SCEB Practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: মঙ্গলবারই উত্তর গোয়াতে নতুন হোটেলে উঠেছে গোটা লাল-হলুদ দল। এবং সেইসঙ্গে সেখানেই শুরু হয়ে গেছে কোয়ারেন্টাইনের দ্বিতীয় পর্ব। আট দিনের এই কোয়ারেন্টাইন পর্বে হোটেলের ঘরে শুধুমাত্র শারীরিক কসরত করবে টিমের ফুটবলাররা।


হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজ় জানিয়েছেন, নতুন দফার কোয়ারেন্টাইনের জন্য একেবারেই চিন্তিত নন তিনি। প্র্যাকটিসের জন্য অনেক সময় আছে দলের কাছে। অন্য দলগুলির তুলনায় অনেক আগে অনুশীলন শুরু করায় প্রস্তুতিতে অনেকটাই গুছিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ইতিমধ্যেই ৩টি প্রস্তুতি ফ্রেন্ডলি ম্যাচও খেলে ফেলেছে লাল-হলুদ শিবির। আগামী মাসে আরও তিনটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা রয়েছে দলের। এই তিনটি প্র্যাকটিস ম্যাচের মধ্যে দুটিই FC Goa দলের বিরুদ্ধে। একটি হতে পারে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে।

Share it