Fran Sota
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “শক্তিশালী দল হোক বা যে, আমরা খেলতে নামি জেতার লক্ষ্য নিয়েই। আগামী ম্যাচগুলোতেও আমাদের সেই লক্ষ্যই থাকবে। আর চ্যাম্পিয়নশিপের লড়াই আমরা না থাকলেও লিগের উপরের দলগুলো আমাদের কঠিন প্রতিপক্ষ হিসেবেই মানে। এটাই ইস্টবেঙ্গল।” রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন কোচ মারিও রিভেরা।

সোমবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে SC East Bengal। ISL-এ আর মাত্র চার ম্যাচ বাকি লাল-হলুদের। যার মধ্যে তিনটিই প্রথম চারের লড়াইয়ে থাকা প্রতিদ্বন্দ্বী। এই পরিস্থিতিতে নিজের দল নিয়ে কী পরিকল্পনা, ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কোচ মারিও রিভেরা।

আগামী ম্যাচ থেকেই শুরুতেই ফ্রান সোতাকে খেলতে দেখা যাবে বলেও জানিয়ে দিয়েছেন লাল-হলুদের স্প্যানিশ কোচ। তিনি জানান, “ফ্রান সোতা সম্পূর্ণ ফিট। আগামী ম্যাচেই তাঁকে শুরুতে নামানোর পরিকল্পনা রয়েছে।”

Share it