নিউজ ওয়েভ ইন্ডিয়া: কেরালা ব্লাস্টার্স ম্যাচের আগে হীরা মণ্ডলের প্রশংসা ঝরে পড়ল কোচ মারিও রিভেরার গলায়। হীরাকে দলের অন্যতম সম্পদ বলে অভিহীত করেছেন তিনি। রবিবার ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে হীরা মণ্ডলকে নিয়ে বলতে গিয়ে মুখে মৃদু হাসি ফুটে ওঠে স্প্যানিশ কোচের।
রিভেরা বলেন, “হীরা মণ্ডল আমাদের দলের অন্যতম সেরা ফুটবলার। অনেক উন্নতি করেছে সে। তবে আরও অনেক দূর এগোতে হবে হীরাকে। এখনও ছোটখাট ভুলত্রুটি করছে। সেগুলো দ্রুত শুধরে নিতে হবে ওকে। তবে আমি নিশ্চিত ও যা পরিশ্রম করছে, তাতে খুব তাড়াতাড়িই হীরা উন্নতি করবে।”
রিভেরা আরও বলেন, “এই মুহূর্তে হীরা যা খেলছে, তাতে আমাদের উচিত ওকে আরও উৎসাহ দেওয়া এবং আত্মবিশ্বাসী করে তোলা। আমি নিশ্চিত হীরা ভারতীয় ফুটবলের সম্পদ হয়ে উঠবে।”