নিউজ ওয়েভ ইন্ডিয়া: শনিবার নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জুয়ান ফেরান্দোর দল। মঙ্গলবার পরের ম্যাচ এফ সি গোয়ার সঙ্গে। হাতে মাত্র দুদিন সময়। বিশ্রামের দরকার। তা সত্ত্বেও রবিবার ফুটবলারদের রিহ্যাবের পাশাপাশি হালকা অনুশীলন হল সবুজ মেরুনে। মরসুমে প্রথম গোল করেছেন ও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ইউরো কাপে খেলে আসা জনি কাউকো।
ATKMB মিডিয়াকে তিনি বলেন, “গোলটা করতে পেরে ও করাতে পেরে আমি রোমাঞ্চিত। এই দিনটার অপেক্ষায় ছিলাম। এর আগে অনেক গোল করেছি। কিন্তু সবুজ মেরুন জার্সিতে এই প্রথম, তাই একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। চেষ্টা করব আগামীদিনে নিজের সেরাটা দেওয়ার।”
জনি বলেন, “আমাদের দলে চোট আঘাতের সমস্যা ছিল। রয়, হুগো, কার্ল, ডেভিডরা চোটের জন্য নামতে পারেনি। পরিস্থিতি প্রতিকূল ছিল। আমরা সেই সমস্যা পেরিয়ে জিতে ফিরেছি। আরও বেশি গোলে জিততে পারতাম। তাই যাঁরা নেমেছিল তাঁদের উপর বাড়তি দায়িত্ব ছিল। টিম খুব ভাল খেলেছে আজ।”
ফিনল্যান্ডের জাতীয় দলের ফুটবলার আরও বলেন, “নর্থ ইস্ট ম্যাচের অনুভূতি পিছনে রেখে এখন গোয়াকে হারানোর প্রস্তুতি নিতে হবে। আমাদের দলের যা শক্তি তাতে যে কোনও দলকে হারাতে পারি। চ্যাম্পিয়ন হওয়ার রসদ এই দলটার মধ্যে আছে।”
দলের আরও এক ফুটবলার প্রীতম কোটালও শেষ চারে যাওয়া নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, “শেষ চারে তো যাবই। চ্যাম্পিয়ন হওয়াই আমাদের লক্ষ্য। রয়, বুমো, কার্লরা না থাকা সত্ত্বেও যে ফুটবল আমরা নর্থ ইস্টের বিরুদ্ধে খেলেছি তাতে আমি সন্তুষ্ট। আরও বেশি গোল হতে পারত। গতবার অল্পের জন্য আমরা চ্যাম্পিয়নশিপ হাতছাড়া করেছি। সেটা এবার যাতে না হয় দেখতে হবে। ম্যাচ ধরে ধরে এগোতে হবে।”