Roy Krishna
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দেশে ফিরছেন ATK Mohun Bagan-এর অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকার রয় কৃষ্ণা। ফিজির হয়ে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। তাই এবারের মতো ISL-এর পাট চুকিয়ে দেশে ফিরতে হবে তাঁকে।

জানা যাচ্ছে ৭ মার্চ জামশেদপুর এফসির বিরুদ্ধে শেষ ম্যাচ খেলতে চলেছেন এই স্ট্রাইকার। ৮ মার্চ তিনি দেশে ফেরার ফ্লাইট ধরবেন। সেক্ষেত্রে প্লে অফে খেলতে পারবেন না ফিজির এই ফুটবলার। নক আউটে তাঁকে ছাড়াই মাঠে নামতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে।

প্রসঙ্গত, এবার ISL-এ গত বেশ কয়েকটা ম্যাচেই চোটের কারণে খেলতে পারছেন না রয় কৃষ্ণা। যদিও তাঁর অভাব পূরণ করে দিয়েছেন হুগো বুমৌস, ডেভিড উইলিয়াম ও জনি কাউকো। সেইসঙ্গে লিস্টন কোলাসো ও মনবীর সিং বিধ্বংসী ফর্মে থাকায় প্রতিপক্ষের বিরুদ্ধে গোল স্কোর করতেও তেমন সমস্যা হচ্ছে না। তাই এই অবস্থায় রয় কৃষ্ণা চলে গেলেও দলের খুব ক্ষতি হবে না বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট।

Share it