Manuel Diaz (Pic Courtesy SC East Bengal Media)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “আমার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি বলে বলেছি, তার অর্থ সম্পূর্ণ না বুঝেই লেখা হয়েছে ওই সর্বভারতীয় পত্রিকায়।” শুক্রবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করলেন SC East Bengal-এর প্রাক্তন স্প্যানিশ কোচ জোস ম্যানুয়েল ডিয়াজ়ের।

এখানেই না থেমে লাল-হলুদ ম্যানেজমেন্টের ভূয়ষী প্রশংসাও করেন ডিয়াজ়। তিনি বলেন, “আমার ইন্টারভিউ থেকে স্পেনে ফেরত যাওয়া পর্যন্ত টিম ম্যানেজমেন্ট অত্যন্ত পেশাদার ভূমিকা পালন করেছে। বিশেষ করে শ্রেণিক শেঠ ও কর্নেল শিবাজী সমাদ্দারের সঙ্গে কথা বলে আমি খুবই আনন্দিত।”


ডিয়াজ় আরও বলেন, “মাঠে ও মাঠের বাইরে নানা সমস্যা ছিল। টিম ম্যানেজমেন্ট দুর্দান্তভাবে সেই সমস্যার মোকাবিলা করেছে। আমাদের অনুশীলনে যাতে সর্বোচ্চ সুবিধা পাওয়া যায় তার জন্যও তাঁরা যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু, দুর্ভাগ্যের বিষয় আমার কোচিং আমলে তর ফলাফল আশানুরূপ হয়নি।”

Share it