Mario Rivera at PC
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “কে কটা ম্য়াচ জিতেছে। লিগ টেবিলে কে কোন স্থানে আছে। ডার্বিতে এসব গুরুত্বপূর্ণ নয়। ওই দিন কোন দল ভালো বা খারাপ খেলছে, তার ওপরেই নির্ভর করে জেতা-হারা।” শুক্রবার ডার্বির আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দিলেন SC East Bengal-এর হেড কোচ মারিও রিভেরা।

তিনি বলেন, “বিদেশি ফুটবলারদের সঙ্গেও আমি ডার্বি নিয়ে আলাদাভাবে কথা বলেছি। তাঁদের বোঝানোর চেষ্টা করেছি ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচের ডার্বির গুরুত্ব কতটা। তাঁদের পুরনো খেলার ভিডিও দেখিয়েছি। দুর্ভাগ্যের বিষয় স্টেডিয়ামে হাজার হাজার দর্শক সমর্থদের সামনে খেলা উপভোগ করতে পারছি না আমরা। কিন্তু, সাপোর্টার্সদের কথা ভেবেই মাঠে নামব।”

ATK Mohun Bagan-এর আক্রমণ ঠেকানোরও পরিকল্পনা করেছেন রিভেরা। তিনি জানান, “ওদের দৌড় থামাতে হবে। সেজন্য পরিকল্পনাও রয়েছে। আমরা জানি ওরা কতটা শক্তিশালী দল। তাই ওদের বিরুদ্ধে নির্দিষ্ট পরিকল্পনা নিয়েই খেলতে নামব।”

তবে পুরো ম্যাচ ফিট না হওয়ায় ডার্বিতে ফ্রানস সোতাকে পুরোপুরি সময়ের জন্য পাওয়া যাবে না বলেই নিউজ ওয়েভ ইন্ডিয়াকে জানিয়েছেন মারিও রিভেরা।

Share it