নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিতর্ক বেড়েই চলেছে SC East Bengal-এর প্রাক্তন কোচকে নিয়ে। সর্বভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে লাল-হলুদ ক্লাব সম্পর্কে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ম্যানুয়েল ডিয়াজ়। শুক্রবার রাতে ক্লাবের তরফে তাঁর বিবৃতি প্রকাশ করা হয়। দুঃখপ্রকাশও করেন ডিয়াজ়।
এরপরেই ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার তরফে এই বিবৃতি খণ্ডন করে দেওয়া হয়েছে। পাল্টা বিবৃতি দিয়ে তারা জানিয়ে দিয়েছে, তাদের কাছে হোয়াটসঅ্যাপ চ্যাটের পুরোটাই রেকর্ড রয়েছে। স্প্যানিশ ভাষায় ডিয়াজ উত্তর দিলেও তার তর্জমা করাই হয়েছে চ্যাটে। সুতরাং তারা তাদের অবস্থান থেকে সরছে না।
The original interview with Jose Manuel Diaz was conducted in Spanish over Whastapp with help of translators in Spain. The Indian Express stands by the story. https://t.co/nToEall5zb
— Express Sports (@IExpressSports) January 29, 2022
ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে এই বিবৃতি জারি করায় বিতর্ক যে এখনই এখানে থামছে না, তা হলফ করে বলে দেওয়া যায়।