SCEBOFC press Meet of Mario Rivera
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সোমবার ওড়িশা এফসির বিরুদ্ধে খেলতে নামছে SC East Bengal। শেষ ম্যাচে চেন্নাইন এফসির বিরুদ্ধে দুর্দান্ত খেলার পর সমর্থকদের আশা জাগাচ্ছে এই লাল-হলুদ ব্রিগেড। সোমবার ওড়িশার বিরুদ্ধে খেলতে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন কোচ মারিও রিভেরা।

চেন্নাইনের বিরুদ্ধে দলের পারফরমেন্সই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা কিনা জানতে চাওয়া হলে রিভেরা বলেন, “অন্যতম সেরা তো বটেই। কলকাতা ডার্বিতেও আমরা প্রথমার্ধে দারুন খেলেছিলাম। সেটাই আমার মতে সেরা পারফরমেন্স ছিল। তবে চেন্নাইন ম্যাচও খুব পিছিয়ে নেই।”


প্লে অফ থেকে কার্যত ছিটকে গেছে SC East Bengal। এই অবস্থায় ফুটবলারদের মানিসকভাবে চাঙ্গা কীভাবে করতে হচ্ছে? এই প্রশ্নের উত্তরে রিভেরা বলেন, “আমার দলের ছেলেরা খুবই পেশাদার। তাঁরা জিততে চায়, ভালো খেলতে মরিয়া। জেতা-হারা সবসময় হাতে নেই। লিগ টেবিল দেখে দলকে বিচার করাও ঠিক নয়। ছেলেরা জানে এটাই তাঁদের প্রমাণ করার সেরা সময়। তাঁরা যে ভালো প্লেয়ার এটা প্রমাণ করতে মরিয়া তাঁরা। তাই আমাকে বিশেষ কিছু করতে হয় না।”

লিগ টেবিল নিয়ে যে তাঁর ভাবনাচিন্তা নেই, তা স্পষ্ট করে দিয়েছেন স্প্যানিশ কোচ। তিনি বলেন, “আমি টেবিল, র্য়াঙ্ক এসব নিয়ে ভাবছি না। আমার ভাবনা, ভালো পারফরমেন্স নিয়ে। আমি প্রতিটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। যেকটা ম্যাচ আমাদের বাকি আছে, সবগুলোতে ভালো খেলে জেতাই আমার অগ্রাধিকার।”

Share it