নিউজ ওয়েভ ইন্ডিয়া : চলতি মরশুমের Hero ISL-এ এবার সহকারী কোচ হিসেবে যোগ দিলেন ভিক্টর হেরেরো ফোরকাডা। ময়দানে তিনি পুলগা নামেও পরিচিত। দলে তাঁর যোগদানের কথা রবিবার বিকেলে ঘোষণা করে SC East Bengal.
পুলগা এর আগে Kerala Blasters FC-র হয়ে খেলেছেন। পরে Jamshedpur FC-র কোচের দায়িত্বও পালন করেছেন তিনি। তাই ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে বেশ ওয়াকিবহাল তিনি। সুতরাং, পুলগার যোগদানে লাল-হলুদ শিবির যে আরও শক্তিশালী হল তা বলার অপেক্ষা রাখে না।
নতুন শিবিরে যোগ দানের পর উচ্ছ্বসিত পুলগা বলেন, “SC East Bengal-এ যোগ দিতে পেরে আমি খুব খুশি। ভারতীয় শিবিরে ফিরে আসাটাই আমার কাছে আনন্দের। এই দেশ ও ভারতীয় লিগ ভালোমতোই জানি আমি। তাই এবার এই ক্লাবকে প্রয়োজনমতো সাহায্য করার চেষ্টা করব আমি, সেজন্য প্রচুর এনার্জিও রয়েছে আমার।”