নিউজ ওয়েভ ইন্ডিয়া: টানা নয় ম্যাচ অপরাজিত এটিকে মোহনবাগান। লিগ টেবলের শীর্ষে থাকা ক্লাবকে হারিয়ে শেষ চারে ঢুকে পড়েছে জুয়ান ফেরান্দোর দল। দলে চোট-আঘাত সমস্যা রয়েছে। তাই বুধবার অনুশীলনে কিছুটা ছাড় দিয়ে ফুটবলারদের শুধু বিকেলে রিকভারি সেশনে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন সবুজ মেরুন কোচ। মঙ্গলবার উত্তেজক ম্যাচের জয়ের রাস্তা তৈরি করে দেওয়া, ম্যাচের সেরা লিস্টন কোলাসো এবং আর এক গোলদাতা মনভীর সিং কথা বললেন এটিকে এমবি মিডিয়া টিমের সঙ্গে।
লিস্টন কোলাসো বলেন, “এই ম্যাচটা জেতায় আমাদের দলের আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে। লিগ চ্যাম্পিয়ন হওয়ার ফোকাসটাও ঠিক থাকবে। তাই কঠিন এই ম্যাচ জিততে পেরে ভাল লাগছে।” তিনি আরও বলেন, “সবুজ মেরুন জার্সিতে ছয় নম্বর গোল করতে পেরেছি বলে বাড়তি আনন্দ বা হ্যাটট্রিক করতে না পারার জন্য আমরা কোনও আফশোস নেই। জয়টাই আমাকে বেশি আনন্দ দিয়েছে। যে সুযোগগুলো পেয়েছিলাম তাতে হ্যাটট্রিক করা উচিত ছিল আমার। কঠিন জায়গা থেকে গোল পাচ্ছি অথচ সহজ সুযোগগুলো কেন নষ্ট হচ্ছে তা নিয়ে বারবার ভাবছি।”
অপর গোলদাতা মনবীর সিং বলেন, “ডার্বিতে গোল করেছিলাম। তারপর অনেকদিন পর আবার গোল করতে পেরেছি। আমার গোলে ফেরার চেয়ে বড় কথা আমরা শীর্ষে থাকা দলকে হারিয়েছি। এই ম্যাচ জেতাটা খুব জরুরি ছিল। আরও বেশি গোলে জিততে পারতাম।” মনবীর বলেন, “গোলটা আমি আমাদের সবুজ মেরুন সদস্য সমর্থকদের উৎসর্গ করতে চাই। আমাদের দলে কিছু চোট সমস্যা আছে। তবে আমি আমার একশো শতাংশ দেওয়ার জন্য তৈরি।”