Darren Sidoel after scoring Goal (Pic Courtesy-SCEB media)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “দল যেভাবে লড়াই করে ম্যাচে ফিরে এসেছে, তাতে আমি ভীষণ খুশি। আমরা ম্যাচটা জিততেও পারতাম। সব শেষে ১ পয়েন্ট পাওয়ায় আমি খুশি।” ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে একথাই বললেন ম্যাচের সেরা ডারেন সিডোয়েল।

তিনি বলেন, “ম্যাচের প্রথম ১০-১৫ মিনিটে আমরা আচমকাই দুটো গোল খেয়ে যাই। প্রথমে আমরা ভালো খেলতে পারছিলাম না। কিন্তু, পরে আমরা ম্যাচে ফিরে এলাম।” চোটের জন্য বেশ কয়েকটা ম্যাচ খেলতে না পারা নিয়ে আফশোসের কথাও জানান সিডোয়েল। বলেন, “চোটের পরে ফিটনেস ফিরে পাওয়া খুব কঠিন। আমি খুশি যে পরিশ্রম করে ম্য়াচের জন্য ফিট হতে পেরেছি।”


সিডোয়েল বলেন, “ওড়িশা ম্যাচেও যদি আমরা প্রথম থেকে এমন খেলা খেলতে পারি তবে অবশ্যই জিতে ফিরতে পারব।”

Share it