Ferrando and Kiyan at practice
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বৃহস্পতিবার শক্তিশালী মুম্বই সিটি এফসির মুখোমুখি হচ্ছে ATK Mohun Bagan। ISL-এ এই দলটিকে এখনও পর্যন্ত হারাতে পারেনি তারা। এরই মধ্যে ডার্বিতে দুর্দান্ত জয়ের পর দলে আত্মবিশ্বাও ভরপুর রয়েছে। তাই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে মুম্বই ম্যাচ নিয়ে চিন্তাভাবনার কথা তুলে ধরলেন কোচ জুয়ান ফেরান্দো।

ডার্বি জিতে দল আত্মতুষ্টিতে ভুগছে কিনা জানতে চাওয়া হলে ফেরান্দো বলেন, “আত্মতুষ্ট হওয়ার কিছু নেই। আমি দলের সবাইকে সেটা বুঝিয়েছি। প্রত্যেকটা ম্যাচ আলাদা। যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছি আমরা সকলে। ঠিকমতো প্র্যাকটিস করা যাচ্ছে না। কারও চোট, কেউ আবার কোভিড আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকছে। তাই একটা ম্যাচ জিতেই সব কিছু হয়ে যায় না। পরের ম্যাচেই যেকোনও কিছু হতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

মুম্বই এফসি কতটা শক্তিশালী প্রতিদ্বন্দ্বী? বিশেষ করে মুম্বই ম্যাচে কখনই জিততে পারেনি ATK Mohun Bagan। স্প্যানিশ কোচ বলেন, “না আমি এনিয়ে বিশেষ চিন্তিত নই। অবশ্যই পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে। কিন্তু, অতীত নিয়ে বিশেষ না ভাবলেও চলবে। প্রত্যেকটা ম্যাচই নতুন। প্রতিটা টিমই ভালো। আমি একমাস হল দলের দায়িত্ব নিয়েছি। মাত্র দুটো ম্যাচ খেলতে পেরেছি। লিগেই পরিস্থিতিও খুব অদ্ভূত। যেকোনও ম্যাচে যেকোনও কিছু হতে পারে। সবসময়ই টেবিল ওঠানামা করছে। তাই প্রত্যেকটা ম্যাচ আমাদের আলাদা করে ভাবতে হচ্ছে।”

কলকাতা ডার্বিতে কিয়ান নাসিরির অবিশ্বাস্য পারফরমেন্স নিয়েও নিজের খুশির কথা কবুল করেছেন কোচ জুয়ান ফেরান্দো। তিনি বলেন, “আমি কিয়ানের খেলায় খুশি। যেভাবে সে জায়গাকে নিয়ন্ত্রণে রেখেছিল, তা সত্যিই দেখার মতো। তবে তাকে আরও উন্নতি করতে হবে। আমি নিশ্চিত, সে আরও উন্নতি করবে। প্রতিটা খেলায় প্রতিদিন সে আরও নিজেকে মেলে ধরবে।”

Share it