নিউজ ওয়েভ ইন্ডিয়া: পর পর দুটি ম্যাচে মুখ থুবড়ে পড়েছে গত বারের ISL রানার্স ATK Mohun Bagan-এর গরিমা। শক্তিশালী মাঝমাঠ ও ফরওয়ার্ড লাইনের মধ্যেও তালমিল দেখা যাচ্ছে না। ফলত মুম্বই সিটি এফসি ও জামসেদপুর এফসির কাছে বড় হার হজম করতে হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলতে নামছে সবুজ-মেরুণ ব্রিগেড। তার আগে ভার্চুয়ালি সাংবাদিকদের মুখোমুখি হলেন কোচ অ্যান্তনিও লোপেজ হাবাস।
দলে রয় কৃষ্ণা ও হুগো বুমৌসের মতো তারকা থাকা সত্ত্বেও গত দুটি ম্যাচে মাত্র এক গোল করেছে ATK Mohun Bagan। এই বিষয়টি তিনি কতটা চিন্তিত এই প্রশ্ন করার হাবাস বিষয়টিকে আমল দিতে রাজি নন। কিছুটা নিশ্চিন্তের সুরে তিনি বলেন, “দলে ভারসাম্যটাই বড় কথা। দুটো ম্যাচে খারাপ ফল হলেই দল খারাপ হয়ে যায় না। আজ গোল আসছে না, পরের ম্যাচেই গোল আসবে।”
নিজেদের রক্ষণ নিয়েও রক্ষণাত্মক হাবাস। তিনি বলেন, “পুরো ম্যাচেই ছন্দ ধরে রাখতে হবে। পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্রথম ৪৫ মিনিটে ভালো খেললাম, আর দ্বিতীয় ৪৫ মিনিটে খারাপ হলেই পরিস্থিতি অন্য কিছু হতে পারে।”
পরপর দুই ম্যাচে হার মনোবল যে কিছুটা ধাক্কা খেয়েছে, তা কার্যত স্বীকার করে নিয়েছেন হাবাস। এ বিষয়ে হাবাস বলেন, “খেলোয়াড়দের মনোবল বাড়ানোই আমার মূল লক্ষ্য হল। ওদের বলেছি, তোমরা বিশ্বের সেরা। এটি একটা কঠিন লিগ। সবে ৫টা ম্যাচ হয়েছে। এখনও হাতে সময় রয়েছে। আমাদের মনোবল বাড়িয়ে আগামী ম্যাচগুলির জন্য প্রস্তুতি নিতে হবে।”