ATKMB vs JFC
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের হার। ISL-এ পরপর দুটো ম্যাচে হারের মুখোমুখি হতে হল ATK Mohun Bagan কে। সোমবার জামশেদপুর এফসি-র কাছে ১-২ ব্যবধানে হেরে গেল হাবাসের দল। এই হারের জন্য খারাপ রেফারিং অবশ্যই দায়ী। কিন্তু, ডিফেন্ডারদের ব্যর্থতাও অস্বীকার করার উপায় নেই।

আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে ছিলেন না দীপক টাংরি। তাঁর জায়গায় সুমিত রাঠিকে নামিয়েছিলেন হাবাস। সেইসঙ্গে ছিলেন আশুতোষ মেহতা। এদের দিয়ে জামশেদপুরের বিরুদ্ধে ডিফেন্স সাজিয়েছিলেন হাবাস। তিরি সম্পূর্ণ সুস্থ না হওয়ায় এই ম্যাচেও তাঁকে নামাননি কোচ। কিন্তু, নেরিয়ুস ভাল্সকিস, অ্যালেক্স লিমাদের কাছে পেরে উঠলেন না সুমিতরা।

এই ম্যাচেও নিম্নমানের রেফারিং নিয়ে সমালোচনা করেছেন প্রাক্তন ফুটবলাররা। জামশেদপুরের বিরুদ্ধে পেনাল্টি বক্সে হ্যান্ডবলের দাবিও উঠেছিল। কিন্তু, রেফারি ক্রিস্টাল জন তা দেননি। যদিও পরে টিভি রিপ্লে দেখা যায়, সেটি পেনাল্টি পাওয়ার যোগ্য ছিল সবুজ মেরুন শিবির। হুগো বুমোসকে বিশ্রী ট্যাকল করেছিলেন প্রাক্তন বাগানি প্রণয় হালদার। কিন্তু, সেখানেও লাল কার্ড দেখাননি রেফারি।

৮৮ মিনিটের মাথায় একটি গোল শোধ করে ATK Mohun Bagan। তবে সেটিও অফসাইড বলে বিতর্কের ঝড় উঠেছে। বুমৌসের কর্নার ফিস্ট করেন রেহনেশ। বল আশুতোষের হাঁটুতে লাগার পর অফসাইডে থাকা প্রীতমের গায়ে লেগে ঢোকে। জামশেদপুরের ফুটবলাররা তীব্র প্রতিবাদ জানালেও তা গ্রাহ্য হয়নি।

Share it