নিউজ ওয়েভ ইন্ডিয়া: ISL-এ চার চারটে ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও প্রথম একাদশ ঠিক করতে পারলেন না লাল-হলুদ কোচ ম্যানুয়েল ডিয়াজ়। আর এই নিয়ে ফুটবল বিশেষজ্ঞরা তুলোধনা করতে শুরু করেছেন স্প্যানিশ কোচকে। মঙ্গলবারই FC Goa-এর বিরুদ্ধে খেলতে নামছে SC East Bengal। তার আগে সাংবাদিক বৈঠকে এবিষয়ে খোলামেলা জবাব দিলেন রিয়াল মাদ্রিদ কাস্টিলার প্রাক্তন কোচ।
FC Goa awaits us tomorrow and the boss took questions from the media on the eve of the tie.
Watch this space for more!#SCEBFCG #HeroISL #WeAreSCEB pic.twitter.com/zHWW1OOyGu
— SC East Bengal (@sc_eastbengal) December 6, 2021
সোমবার তিনি বলেন, “Indian Super League-এ ২-৩ দিন পরপরই ম্যাচ খেলতে হচ্ছে ফুটবলারদের। এতে বিশ্রাম ও রিহ্যাবের সুযোগই পাচ্ছেন না ফুটবলাররা। তারমধ্যে গোয়ার বাতাসে যথেষ্ট আর্দ্রতা রয়েছে। এতে প্রচুর এনার্জি ক্ষয় হচ্ছে। এরজন্যই দলের ফুটবলারদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হচ্ছে। যাতে পরপর ম্যাচ খেলে দল ক্লান্ত না হয়ে যায়।”
তবে ম্যানুয়েল ডিয়াজ় স্বীকার করেছেন, চেন্নাইন ম্যাচ গোলশূন্য ড্র করতে পারায় দল আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। টিম হিসেবেও FCG-কে তিনি যথেষ্ট সমীহ করছেন বল জানিয়েছেন লাল-হলুদ হোড কোচ। বলেন, FC Goa যে কোনও সময় ঘুরে দাঁড়াবে।