নিউজ ওয়েভ ইন্ডিয়া: ফের IPL-এ Covid হানা। এবার সানরাইজার্স হায়দরাবাদ দলের ফাস্ট বোলার T Natarajan-এর করোনা পজিটিভ ধরা পড়েছে। ইতিমধ্যেই আইসোলেশনে চলে গেছেন তিনি। টিমে তিনি যাঁদের যাঁদের সংস্পর্ষে এসেছেন তাঁদেরও আইসোলেশনে রাখা হয়েছে। শোনা গেছে, এমন ৬জনকে আইসোলেশনে রাখা হয়েছে।
IPL 2021: Natarajan tests COVID-19 positive, SRH-DC game on
Read @ANI Story | https://t.co/vmnIDKYVWW#IPL2021 #IPL pic.twitter.com/Kx82Da2U3K
— ANI Digital (@ani_digital) September 22, 2021
তবে ফ্র্যাঞ্চাইজি সূত্রে জানা গেছে, বুধবার নির্ধারিত সূচি অনুযায়ী দল নামছে মাঠে। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামছে সানরাইজার্স হায়দরাবাদ।