Share it

১৩তম IPL শুরু হচ্ছে শনিবার। তার আগে নিজেদের অ্যানথেম প্রকাশ করল রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার এই অ্যানথেম RCB ভক্তদের উদ্দেশে উৎসর্গ করে কোহলি ব্রিগেড।
দেখুন ভিডিও:

আরও পড়ুন: এবার কোভিড যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে অভিনব পদক্ষেপ দিল্লি ক্যাপিটালসও
করোনা আবহে দুবাইয়ে জৈব সুরক্ষা বলয়ে, দর্শকশূন্য স্টেডিয়ামে হবে টুর্নামেন্ট। এই পরিস্থিতিতে যাঁরা করোনা যোদ্ধা অর্থাৎ চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, পুলিশ– প্রত্যেককে সম্মান জানাতে অভিনব উদ্যোগ নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরশুমের প্রতিটি ম্যাচেই কোভিড হিরোদের সম্মান জানাতে বিশেষ জার্সি পরবে বিরাটের দলের প্লেয়ারেরা। My Covid Heroes লেখা জার্সি গায়ে খেলবেন RCB-এর ক্রিকেটাররা। নানাবিধ সামাজিক কর্মসূচিতেও অংশগ্রহণ করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

দেখুন ভিডিও:

সম্প্রতি প্রকাশ করা হয়েছে নয়া সেই জার্সি। এছাড়া প্রথম ম্যাচে ক্রিকেটারদের ব্যবহৃত জার্সিগুলো নিলামে তোলা হবে। সেখান থেকে সংগ্রহীত টাকা পাঠানো হবে Give India Foundation–এ। এই প্রসঙ্গে RCB অধিনায়ক বিরাট বলেন, “এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই গর্বিত। ম্যাচে ও অনুশীলনে দলের সদস্যরা এই জার্সি ব্যবহার করবেন। করোনা যোদ্ধারা নিজেদের কাজের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে, আমার সর্বদা তাঁদের স্যালুট জানাতে ইচ্ছে হয়। গোটা বিশ্বের কাছেই কোভিড যোদ্ধারা দৃষ্টান্ত স্থাপন করছেন। ওঁদের কাছ থেকেই শিখেছি, কোনও পরিস্থিতিতেই পালিয়ে যেতে নেই। প্রত্যেক দিন ওঁদের কাছে আমি অনুপ্রাণিত হচ্ছি।”

Share it