Share it

কোভিড যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবার এগিয়ে এলেন দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররাও। জার্সিতে লেখা থাকবে ‘Thank You COVID Warriors’। গোটা টুর্নামেন্টেই এমন অভিনব জার্সি পরে খেলতে দেখা যাবে তাঁদের।

 
আরও পড়ুন: IPL শুরু হতে বাকি একদিন, তার আগে দলের অ্যানথেম প্রকাশ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর
বিশ্বজুড়ে করোনা অতিমারী পরিস্থিতির মধ্যেই শুরু আরব আমিরশাহীর মাটিতে বসতে চলেছে ১৩তম IPL-এর আসর। এই অবস্থায় কোভিড যোদ্ধাদের প্রতি বিশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ফ্র্যাঞ্চাইজিও। ‘সালাম দিল্লি’ নামে ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজি কর্তারা ক্যাম্পেন শুরু করেছেন। দিল্লি-NCR-এর কোভিড যোদ্ধাদের সঙ্গে নিয়মিত ভার্চুয়াল সাক্ষাৎ করছেন CEO ধীরজ মালহোত্রা, সহকারী কোচ মহম্মদ কাইফ, ক্রিকেটার ঈশান্ত শর্মা, অমিত মিশ্ররা।

আরও পড়ুন: KKR স্কোয়াডে প্যাট কামিন্সের যোগদান শক্তি বাড়াবে দলের, দাবি নীতিশ রানার

ইতিমধ্যেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও একইধরনের উদ্যোগ নিয়েছে। বিরাট কোহলিও সেই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। দলের অ্যানথেমও প্রকাশিত হয়েছে শুক্রবার। এবার দিল্লি ক্যাপিটালসেরও একই পদক্ষেপের কারণে নতুন প্রত্যাশা জাগাচ্ছে ১৩তম IPL।

Share it