কাউন্টডাউন শুরু। আর মাত্র ২৪ ঘণ্টা ১৩তম IPL-এর আসর বসতে। মহেন্দ্র সিং ধোনির ইয়েলো ব্রিগেডের সঙ্গে ২২ গজের লড়াইয়ে নামতে প্রস্তুত রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এরইমধ্যে দলের নতুন সদস্য ক্রিস লিন-এর মন্তব্য ঝড় তুলেছে MI ভক্তদের মনে।
👇🏻Read about #MI’s core, a revamped pace unit, a young leggie and more 🗞#OneFamily #MumbaiIndians #Dream11IPL #MIvCSK https://t.co/NomPg1TLpY
— Mumbai Indians (@mipaltan) September 18, 2020
অধিনায়ক রোহিত শর্মাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দলের অজি ক্রিকেটার ক্রিস লিন। তিনি বলেছেন, “রোহিত শর্মা নিঃসন্দেহে একজন বিশ্বমানের ক্রিকেটার। মুম্বই ইন্ডিয়ান্সকে তিনি মাঠে ও মাঠের বাইরে যা দিয়েছেন তা অভাবনীয়।” কুইন্টন ডিককেরও প্রশংসা শোনা গেছে লিনের গলায়। বলেছেন, ব্যাট বা গ্লাভস হাতে দুটোতেই দুর্দান্ত কুইন্টন।
👀 Get your eye in. 🔥 Go berserk!
Keep ‘em coming, Kung-Fu Pandya 💪🏻💙#OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @hardikpandya7 pic.twitter.com/lYQg8dSmTL
— Mumbai Indians (@mipaltan) September 18, 2020
দলের প্রয়োজনে যে কোনও জায়গায় ব্যাট করতে প্রস্তুত বলেও জানিয়েছেন প্রাক্তন নাইট তারকা। মুম্বইতে যোগ দেওয়া নিয়ে লিন বলেন, IPL-এ যে কোনও দলের হয়ে খেলাই সৌভাগ্যের। কিন্তু, টুর্নামেন্টের এক নম্বর দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সত্যিই স্পেশাল। কলকাতা নাইট রাইডার্স তাঁকে ছেড়ে দেওয়ার পর ডিসেম্বরে নিলামে তাঁকে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। IPL-এর উদ্বোধনী ম্যাচে ধোনির CSK-এর মুখোমুখি হচ্ছে রোহিতের MI।