KKR শিবিরের জন্য ভালো আর খারাপ খবর দুটোই আছে। ভালো খবরটাই আগে জানাচ্ছি। দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তিন প্লেয়ার। ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগ্যান, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স ও টম ব্যান্টন যোগ দিয়েছেন শিবিরে। কিন্তু, খারাপ খবর হল, তাঁদের আপাতত থাকতে হবে ৬ দিনের কোয়ারেন্টাইনে। বাকি ইংল্য়ান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়।
Arrivals complete ✅
The calm before the storm! #KKRHaiTaiyaar #Dream11IPL @patcummins30 @Eoin16@TBanton18 pic.twitter.com/bvKxVuMYea
— KolkataKnightRiders (@KKRiders) September 18, 2020
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ওয়ানডে সিরিজ শেষ করে বৃহস্পতিবার পৌঁছেছেন মরু দেশে। কিন্তু, সমস্যা হল, দুবাই ও আবু ধাবিতে বাইরে থেকে আসা ব্যক্তিদের জন্য কোয়রান্টিনের নিয়ম আলাদা। দুবাইয়ে কোয়রান্টিনে থাকার বাধ্যতামূলক নির্দিষ্ট কোনও সময়সীমা নেই। আবু ধাবিতে বাধ্যতামূলক এই সময়সীমা ১৪ দিনের।
Cummins, Morgan, Banton – All aboard ✅
The last three 💫 have safely arrived in #AbuDhabi for #Dream11IPL@Eoin16 @patcummins30 @TBanton18#KKR #HaiTaiyaar pic.twitter.com/KnMSI7GiSP
— KolkataKnightRiders (@KKRiders) September 18, 2020
দুবাইয়ে পৌঁছনো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ১৮ জন ক্রিকেটারকে ৩৬ ঘন্টা কোয়রান্টিনে থাকতে হচ্ছে। নিয়মমতো একদিন পরেই শনিবারই তাঁরা যোগ দিতে পারবেন অনুশীলনে। অবশ্য এরআগে তাঁদের কোভিড টেস্ট হবে। তাতে পজিটিভ না হলে অনুশীলনে যোগ দিতে পারবেন তাঁরা।
.@Russell12A in the house! #ToofaniFans taiyaar?
The storm has officially made a landfall in the UAE tonight! 🌪️#KKRHaiTaiyaar #Dream11IPL pic.twitter.com/ayv5HA3zcf
— KolkataKnightRiders (@KKRiders) September 18, 2020
KKR-এর তিন ক্রিকেটার মরগ্যান, কামিন্স ও ব্যান্টন যেহেতু আবু ধাবিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন, তাই তাঁদের বেশিদিন থাকতে হবে ঘরের মধ্যে। যেহেতু তাঁরা জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন, তাই তাঁদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হবে না। সময়সীমা কমে হয়েছে ৬ দিন। কোভিড পরীক্ষায় পজিটিভ না হলে এই তিন ক্রিকেটারই ২৩ সেপ্টেম্বর IPL-এ তাঁদের প্রথম ম্যাচে খেলতে পারবেন।