Share it

যার ছক্কায় মজে তামাম দুনিয়া। সেই ক্যারিবিয়ান ‘পাওয়ার হাউজ’ আন্দ্রে রাসেলের ৬ দিনের হোম আইসোলেশন মিটেছে। কলকাতা নাইট রাইডার্স পরিবারে যোগদান পর্বও সম্পন্ন। কোচ ব্রেন্ডন ম্যাকালামও নাইটদের প্রস্তুতিতে যোগ দিয়েছেন একই দিনে। শুক্রবারই একটি ভিডিয়ো প্রকাশ করা হয় নাইটদের ইনস্টাগ্রামে। যেখানে দেখা যায় মাঠে প্রবেশ করার আগে থার্মাল গান দিয়ে দেহের তাপমাত্রা মাপা হচ্ছে বিধ্বংসী ব্যাটসম্যান রাসেল ও কোচ ম্যাকালামের। মাঠে ঢুকতেই তাঁকে স্বাগত জানাতে এগিয়ে আসেন কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণরা।


ম্যাকালাম, রাসেলের পাশাপাশি সুনীল নারাইন, ক্রিস গ্রিনও নেমে পড়েছেন অনুশীলনে। প্রথম দিন অল্প সময়ের জন্য নেটে ব্যাট করেন কিলার রাসেল। নেটে নজর কেড়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা পেসার আলি খান। তাঁর ইয়র্কার প্রশংসা কুড়িয়ে নিয়েছে কোচ থেকে মেন্টর সকলের।


এদিকে KKR শিবিরের জন্য খুশির খবর, শনিবার থেকেই অনুশীলনে নেমে পড়তে পারবেন ইয়ান মর্গ্যান, প্যাট কামিন্স ও টম ব্যান্টনরা। যে হেতু এত দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই ছিলেন কামিন্স, মর্গ্যানরা। তাই আলাদা করে তাঁদের ছ’দিনের বাধ্যতামূলক নিভৃতবাস পর্ব কাটাতে হচ্ছে না।

Share it