Share it

প্যাট কামিন্সের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সংযুক্তি দলের শক্তি অনেক বাড়াবে। একথা জানিয়েছেন KKR-এর নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান নীতিশ রানা। সেইসঙ্গে তিনি বলেন, দলের তরুণ বোলাররা কামিন্সকে কাছ থেকে দেখে অনেক কিছু শেখার সুযোগ পাবে। UAE-তে এবারের IPL-এ KKR-এর প্রথম ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ২৩ সেপ্টেম্বর।

IPL-এর ঢাকে কাঠি পড়তে আর ৪৮ ঘণ্টাও বাকি নেই। আর তারই মধ্যে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি গুলির মধ্যে শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের ঘুঁটি সাজানো। প্রথম একাদশের সঠিক নির্বাচন থেকে শুরু করে প্রতিপক্ষ দেখে রণকৌশল ঠিক করাও শুরু হয়ে গেছে ইতিমধ্যে। পিছিয়ে নেই টুর্নামেন্টে কাপ জেতার অন্যতম দাবিদার KKR-ও। পুরোদমে অনুশীলনের পাশাপাশি চলছে প্রতিপক্ষকে ঘায়েল করার ছক তৈরির কাজ।

চোট আঘাত কাটিয়ে দলে ফিরে এসেছেন কমলেশ নাগারকোটি। বেশ কয়েক বছর KKR-এ থেকেও চোটের জন্য ম্যাচ খেলতে পারেননি বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই ফাস্ট বোলার। এবার তাঁকে রীতিমত ছন্দে দেখাচ্ছে। স্কোয়াডে আছেন তাঁরই এক সতীর্থ শিবম মাভিও। এই দুই ফাস্ট বোলারই এবার IPL-এ দারুন কিছু করবেন বলে আশাবাদী বাঁ হাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। KKR মিডল অর্ডারে এবার নীতিশ রানার পাশাপাশি রয়েছেন বিশ্বকাপজয়ী ইংল্যান্ড দলের অধিনায়ক ইয়ান মর্গানও।

Share it