এবারের IPL বিশ্বজুড়ে ১২০টি দেশে সরাসরি সম্প্রচার করা হবে। তবে এই তালিকা থেকে বাদ পাকিস্তান ও চিন। এবারে করোনা মহামারীর কারণে দেশে আয়োজন হচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ত্রয়োদশ পর্বের। তারবদলে সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে বসছে IPL-এর আসর।
IPL Diaries: Edition 3⃣
Match-scenario drills 🏏💪
Photoshoots 📸📸Find out how all the 8⃣ teams got cracking ahead of the #Dream11IPL.
More details 👉 https://t.co/8Lb1zgl5TW pic.twitter.com/5JiI37kvJ7
— IndianPremierLeague (@IPL) September 14, 2020
ভারতের কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ২০০৯ সাল থেকে পাকিস্তানি ক্রিকেটাররা IPL-এ খেলতে পারেন না। পাকিস্তানে এই জনপ্রিয় লিগ সম্প্রচারও করা হয় না। গত আসরের স্পনসর কোম্পানির দেশ চিনেও এবার IPL সম্প্রচারিত হবে না। ভারতি-চিন সীমান্ত বিবাদের কারণে দেশবাসীর তোপের মুখে IPL-এর স্পনসরশিপ থেকে নাম সরিয়ে নেয় চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো।
The most wanted piece of #yellove is back in stock just in the nick of time!😍 Check out: https://t.co/7FmhBnni6O 🦁💛 #WhistlePodu @thesouledstore pic.twitter.com/zq97GayRVM
— Chennai Super Kings (@ChennaiIPL) September 15, 2020
এবারের IPL শুরু হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ দিয়ে। টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী ১৯ সেপ্টেম্বর। করোনা মহামারীর প্রকোপে এবারের IPL আয়োজন হতে যাচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। তাই IPL উপভোগ করতে টেলিভিশন ও ইলেকট্রনিক গ্যাজেটেই চোখ রাখতে হচ্ছে দর্শকদের।
🙋🏻♀️🙋🏻♂️ Raise your hand if you’ve tried to replicate Boom’s bowling action at least once 💥😋 #OneFamily #MumbaiIndians #MI #Dream11IPL @Jaspritbumrah93 pic.twitter.com/lpVlwFbmmA
— Mumbai Indians (@mipaltan) September 15, 2020
স্টার স্পোটর্স ইন্ডিয়া ইংরেজি ভাষায় ধারাভাষ্যসহ ভারতের সাতটি আঞ্চলিক ভাষা হিন্দি, কান্নাদা, তামিল, মালয়ালাম, মারাঠি, বাংলা ও তেলুগু ভাষায় সম্প্রচারিত হবে। ভারত ছাড়াও আফগানিস্তান ও অস্ট্রেলিয়ায় সম্প্রচার স্বত্ব আছে স্টার স্পোর্টসের। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস, কায়ো স্পোর্টস; যুক্তরাজ্য, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডে স্কাই স্পোর্টস, দক্ষিণ-পূর্ণ এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের অধিকাংশ দেশে ইউয়াপটিভি, দক্ষিণ আফ্রিকায় সুপার স্পোর্টস, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় বেলআইএন স্পোর্টসে সম্প্রচার করা হবে।
এছাড়া সরাসরি স্ট্রিমিং করা হবে ‘ডিজনি-হটস্টার’-এ। কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে হটস্টারের মাধ্যমে সরাসরি IPL দেখা যাবে।