নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তুলল দিল্লি ক্যাপিটালস। শুরুতে সমস্যায় পড়লেও মূলত স্টোইনিসের ঝোড়ো অর্ধশতরানের দৌলতে দেড়শো রান পেরোয় দিল্লি।
And here comes the salute.
Cottrell picks up his second wicket, Ashwin departs for 4.
Live – https://t.co/IDJkgYAyEy #Dream11IPL #DCvKXIP pic.twitter.com/SvXC5e4nJo
— IndianPremierLeague (@IPL) September 20, 2020
বল হাতে ঝলসে উঠলেন মহম্মদ শামি। মূলত তাঁর বুদ্ধিদীপ্ত বোলিংয়েই আটকে গেল দিল্লি। উইকেটে ঘাস ছিল। তার সঙ্গে শামির গতির হেরফের। দুই মিলিয়ে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি পৃথ্বী শ ও শিখর ধওয়ন। প্রথম ওভার থেকেই শামির বলে অস্বস্তিতে ছিলেন পৃথ্বী ও ধাওয়ান। শুরুতেই শিখর ধাওয়ান রান আউট হয়ে যাওয়ার পর নামেন হেটমেয়ার। তিনিও বিশেষ স্বচ্ছন্দ ছিলেন না শামির বলে। তিন ওভার হাত ঘুরিয়ে আট রান দিয়ে দুই উইকেট নেন শামি।
That moment when you pick up your maiden IPL wicket.
Welcome to #Dream11IPL, Ravi Bishnoi #DCvKXIP pic.twitter.com/AsPdpoGpin
— IndianPremierLeague (@IPL) September 20, 2020
রবিবার দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল ৷ দিল্লি ক্যাপিটালসের দলে চার বিদেশি হিসেবে আজকের ম্যাচে খেলানো হচ্ছে শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, অ্যানরিক নর্টজে এবং কাগিসো রাবাদাকে ৷ অন্যদিকে কিংস ইলেভেন পঞ্জাবের দলে এদিনের ম্যাচে চার বিদেশিরা হলেন গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরান, শেলডন কটরেল এবং ক্রিস জর্ডন৷