Share it

১৩তম IPL-এ দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে রবিবার মুখোমুখি হচ্ছে কিংস ইলেভেন পঞ্জাব ও দিল্লি ক্যাপিটালস। এখনও পর্যন্ত একবারও কাপ জিততে পারেনি প্রীতি জিনটার পঞ্জাব। এবার দলে নতুন অধিনায়ক লোকেশ রাহুল। টিমের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার লোকেশ রাহুল এবার দলের অধিনায়ক। রাহুল বলেছেন, টিম দুর্দান্ত। এবারের IPL কে স্মরণীয় করে রাখতে চান।


২০১৪-এর IPL ফাইনাল খেলার পর পঞ্জাবের রেকর্ড খুব খারাপ। শেষ কয়েকবছর পয়েন্ট টেবিলের একেবারে নিচের দিকে ছিল টিম। তবে এবার টিমে বেশ কিছু বদল হয়েছে। বদলে ফেলা হয়েছে পুরো কোচিং স্টাফ। হেড কোচ করা হয়েছে জাতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলেকে।


অন্যদিকে দিল্লিকে এবারের টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল হিসেবে দেখছেন কেভিন পিটারসনের মতো বিশেষজ্ঞরা। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে গতবারই প্লে-অফে খেলেছিল তাঁরা। সেই দলে এবার নতুন সদস্য অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন এবং অজিঙ্কে রাহানে। গতবার পঞ্জাব দলে দিলেন অশ্বিন। প্রথম একাদশে রাহানের থাকা নিয়ে সংশয় রয়েছে। বিদেশের মাটিতে রবিবার নিজেদের অভিযান কীভাবে নতুনভাবে শুরু করতে চলেছেন পন্থ, আইয়াররা। ২২ গজের লড়াইটা শ্রেয়স আইয়ার বনাম লোকেশ রাহুল না দুই বাঘা কোচ রিকি পন্টিং বনাম অনিল কুম্বলের ট্য়াকটিক্সের হয়ে দাঁড়ায়, সেটা দেখতেই মুখিয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা।

Share it