ভারতের আন্ডার ১৯ ক্রিকেটার জশস্বী জয়সওয়ালের মধ্যে বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছেন ইংল্যান্ডের তারকা জোস বাটলার। তাঁর খেলা দেখার জন্য মুখিয়ে আছেন বলেও জানিয়েছেন তিনি।
Filmed! Never-seen-before angles of @yashasvi_j’s batting. 👇#HallaBol | #RoyalsFamily pic.twitter.com/WMDpFl4onY
— Rajasthan Royals (@rajasthanroyals) September 18, 2020
ডিসেম্বরে নিলামে তাঁকে ২.৪ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস। টিম ম্যানেজমেন্টের আশা, এবার ট্রফি জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিতে দেখা যাবে জশস্বীকে। গত বছর অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন জশস্বী জয়সওয়াল। বিশ্বকাপে ৪০০ রান করেছিলেন তিনি।
We're sorry for making this so tough, but pick one. 😁#HallaBol | #RoyalsFamily | @yashasvi_j pic.twitter.com/8EdhynYKMx
— Rajasthan Royals (@rajasthanroyals) September 18, 2020
দলের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি লাইভ শো-এ জোস বাটলার বলেছেন, “এখনও পর্যন্ত তাঁর সঙ্গে পরিচয় হয়নি। কিন্তু, আমি খুবই আগ্রহী এমন প্রতিভার সঙ্গে মিলিত হওয়ার জন্য। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করেছেন জশস্বী। আমার তাঁর সঙ্গে আলাপ করে তাঁর ব্যাটিং দেখতে চাই। আমি খুবই খুশি যে তিনি আমার দলেরই সদস্য।” তাঁর কাছে জানতে চাওয়া হয়, নিজে একজন উইকেটকিপার হয়ে অন্য কোনও উইকেটকিপারের ফ্যান তিনি? এর উত্তরে বাটলার বলেন, “আমি ধোনির বিরাট ভক্ত। তাঁকে আবার মাঠে ফিরতে দেখে খুবই ভালো লাগছে।”