নিউজ ওয়েভ ইন্ডিয়া: গুরু গুরুই থাকে। চেন্নাই বনাম বেঙ্গালোর ম্যাচেও সেকথা প্রমাণ করলেন থ্যালাইভা। শুক্রবার বিরাট কোহলির RCB-কে হারিয়ে জিতল মহেন্দ্র সিংহ ধোনির CSK। ৬ উইকেটে জিতে লিগ টেবিলের শীর্ষে চলে গেল ক্যাপ্টেন কুলের দল জিতল।
Andha arabic kadal P-orom 😍
The dates are here, bring on the Whistles!#IPL2021 #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/JTp0NvXNbD— Chennai Super Kings – Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) July 25, 2021
Chennai Super Kings-এর বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল বিরাট কোহলির Royal Challengers Bengalore। কোহলি-পাড়িক্কল জুটিতে শক্ত ভিত গড়ে RCB। জুটিতে ওঠে ১১১ রান। এরপর ৪১ বলে ৫৩ রান করে ডোয়েন ব্র্যাভোর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন বিরাট। এদিন ব্যর্থ হন এবি ডেভিলিয়ার্স। ১৬ তম ওভারের শেষ দুই বলে ডিভিলিয়ার্স ও দেবদূত পাড়িক্কলকে ফেরান শার্দূল ঠাকুর।
As our Skipper said, 15-20 runs more and it could’ve been a different story.
Lots of work to do with 5️⃣ more crucial games coming up. #PlayBold #WeAreChallengers #IPL2021 #RCBvCSK pic.twitter.com/hUbNVqLmbj
— Royal Challengers Bangalore (@RCBTweets) September 24, 2021
শেষ পর্যন্ত ১৫৬ রানে RCB-এর ইনিংস শেষ হয়। চার ওভারে ২৪ রান দিয়ে তিন উইকেট পেয়েছেন ব্রাভো। ২৯ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন শার্দূল। ৩৫ রানে একটি উইকেট পেয়েছেন চাহার।
শুরু থেকেই ভাল খেলতে থাকেন ঋতুরাজ গায়কোয়াড় ও ফ্যাফ দু’প্লেসি। পাওয়ার প্লে-তে ৫৯ রান তোলেন তাঁরা। ৩৮ রান করে আউট হন ঋতুরাজ। ৩১ রানে আউট হন ফ্যাফ দু’প্লেসি। চেন্নাইয়ের জয়ে ফিনিশিং টাচ দেন দুই পুরনো যোদ্ধা ধোনি এবং সুরেশ রায়না। ২৬ রান দিয়ে একটি উইকেট পান চহাল।