নিউজ ওয়েভ ইন্ডিয়া: লাল-হলুদে সুখবর। SC East Bengal-এর হেড কোচ ম্যানুয়েল মানোলো ডিয়াজের সহকারী হচ্ছেন অ্যাঞ্জেল গার্সিয়া। আজ দলের তরফে এখবর নিশ্চিত করা হয়েছে।
ম্যানুয়াল মানোলো ডিয়াজের সহকারি হিসেবে থাকার পাশাপাশি অ্যাঞ্জেল গার্সিয়া ফিটনেস এবং স্ট্রেন্থ কোচ হিসেবেও দায়িত্ব পালন করবেন। দুই দশকেরও বেশি তাঁর কোচিংয়ের অভিজ্ঞতা রয়েছে। গার্সিয়া এর আগে ভিসেন্তে দেল বস্ক-এ 1993 থেকে 1994 পর্যন্ত ও রাফা বেনিটেজ এবং রিয়াল ভালাডোরিড-এ 1994 থেকে 1996 পর্যন্ত সহকারী কোচ পদে ছিলেন। UEFA প্রো লাইসেন্সের অধিকারী অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়া স্পোর্টস সায়েন্স ছাড়াও ফুটবলের বিভিন্ন বিষয়ে ডিগ্রি আছে। ডেভিড ভিল্লা, ডেভিড সিলভার মতো আন্তর্জাতিক মানের ফুটবলারের সঙ্গে কাজ করেছেন গার্সিয়া। ২০০৮-এ জর্জিয়ার জাতীয় দলকেও কোচিং করিয়েছেন তিনি।
লাল-হলুদে যোগ দিয়ে অ্যাঞ্জেল পুয়েবলা গার্সিয়া জানিয়েছেন, “SC East Bengal-এর মতো বড় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। বিশ্বের বিভিন্ন দলে ফুটবল ফিটনেস নিয়ে কাজ করার অভিজ্ঞতা আমার আছে। আমি জানি কীভাবে জয়ের মানসিকতা গড়ে তুলতে হয়। আমি সেভাবেই এখানে কাজ করে যাব। আমি এই চ্যালেঞ্জ নেওয়া জন্য মুখিয়ে আছি।”
একইসঙ্গে এদিন এসসি ইস্টবেঙ্গলের তরফে জানানো হয়েছে, রেনেডি সিংকে ভারতীয় সহকারী হিসেবে রেখে দেওয়া হচ্ছে আসন্ন ISL মরসুমে।