নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিজয়াতে সাবেকি সাজে আলোড়ন তুলেছেন নুসরত জাহান। চারদিকে যখন মায়ের বিষাদের সুর বাজছে, সেই সময় নুসরতের এই নতুন সাজ নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ইনস্টাগ্রামে নতুন একটি ভিডিও পোস্ট করেছেন নুসরত। সেখানে তাঁকে দেখা যাচ্ছে লাল শাড়িতে। একে একে শৃঙ্গারের দৃশ্য ফুটে উঠেছে ভিডিওটিতে।
হাতে সোনার বালা। গলায় সোনালি রঙের ভারী অলঙ্কার। কপালে ছোট্ট লাল টিপ। সিঁথিতে ভরাট করে লাগানো সিঁদুর। হালকা করে বাঁধা খোঁপায় জুঁই ফুলের মালা। এরপরেই তাঁর হাতে উঠেছে বরণ ডালা। এই সাবেক সাজেই মা দুর্গাকে বিদায় জানিয়েছেন তিনি।
নুসরতের এই সাজ অবশ্য মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ। সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। কেউ মন্তব্য করেছেন, ‘আপনি দুই ধর্মকে নিয়ে খেলা করছেন।’ কেউ লিখেছেন, ‘আপনি মুসলিমদের কলঙ্ক’। কেউ কেউ অবশ্য নুসরতের এই সাজের প্রশংসাও করেছেন। সব মিলিয়ে নুসরতের এই ভিডিওটি একটি নতুন বিতর্কের জন্ম দিল বলা চলে।