নিউজ ওয়েভ ইন্ডিয়া: স্বামী রাজ কুন্দ্রার পর্নগ্রাফি কাণ্ডের জেরে বিতর্কও দক্ষ হাতে সামলেছেন তিনি। অভিনয় জীবনে ঝুঁকি নিতে কোনওদিনও পিছপা হননি। বাস্তব জীবনেও এবার বড়ধরনের ঝুঁকি নিলেন শিল্পা শেট্টি। ডেয়ারিং হেয়ারকাট করে ফ্যানদের চমকে দিলেন ধড়কন, মেট্রো খ্যাত বলিউড অভিনেত্রী।
ট্রেন্ডি ‘আন্ডারকাট’ দিলেন নিজের লম্বা চুলে। ‘আন্ডারকাট’ অর্থাৎ মাথার পিছনের দিকে নিম্নাংশের চুল পুরো চেঁছে ফেললেন শিল্পা। এই চুলের ছাঁটের বিশেষত্ব, খোলা চুলে বোঝা যাবে না ‘আন্ডারকাট’ অর্থাৎ নিম্মাংশের চুলবিহীন অংশ। কিন্তু, পনিটেল বা হাই বান করলেই ‘আন্ডারকাট’ স্পষ্ট হবে। ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করেছেন নিজের ‘আন্ডারকাটের’। আর সঙ্গে সঙ্গে তা ভাইরা হয়ে যায়।
বর্তমান প্রজন্মের অনেক মহিলাই নিজেদের চুলে ‘আন্ডারকাট’ করতে পছন্দ করছেন। বিশেষত অল্প বয়সী মেয়েরা। ডেয়ারিং হেয়ারস্টাইল করতে বরাবরই তাদের পছন্দ নতুন কিছু। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড অভিনেত্রীও।