Jute Racing Car
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: জুট কম্পোজিট দিয়ে শক্ত যন্ত্রপাতি বানানোর পদ্ধতি নতুন কিছু নয়, তবে তবে দ্রুত গতির গাড়িতে এর ব্যবহার এখনও খুব সীমিত। পাট দিয়ে রেসিং কার বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের কয়েকজন পড়ুয়া। নানা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে রেসিং কারের বডি ও বেশ কিছু যন্ত্রপাতিতে পাটের ব্যবহার করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিম ‘কিলো ফ্লাইট’।

টিমের দাবি, ১৫০ কিলোমিটারে প্রতিঘণ্টারও বেশি বেগে ছুটবে এই রেসিং কার। মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রেসিং প্রতিযোগিতার জন্য এই গাড়ি বানানো হয়েছে। গাড়ির ডিজাইন করতে ২ থেকে আড়াই বছর সময় লেগেছে। বানাতে সময় লেগেছে ৪ মাস।

দলটির অন্যতম পড়ুয়া ইরফান ইসলাম জানিয়েছেন, গাড়িটি নির্মাণ করতে ৫-৬ লাখ বাংলাদেশি টাকা খরচ হচ্ছে। আরও আনুসঙ্গিক সব মিলিয়ে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হয়েছে। আপাতত প্রতিযোগিতামূলক ক্ষেত্রে রেসিং কার হিসেবে নির্মাণ করা হচ্ছে। আগামিদিনে বাণিজ্যিকভাবে ব্যবহারের কথা ভাবা হবে।

ইরফান ইসলাম জানান, তাঁরা একটি প্রতিযোগিতায় অংশ নিতে রেসিং কারের এই প্রোটো-টাইপটি বানিয়েছেন। ভবিষ্যতে যাত্রীবাহী যানে পাট ব্যবহার করা যায় কিনা সে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

Share it