World Beard day
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বিশ্ব দাড়ি দিবস আজ। সেপ্টেম্বর মাসের প্রথম শনিবার দিনটি পুরুষের এই সৌন্দর্যকে পালন করা হয়। ন্যাশনাল ক্যালেন্ডার অফ ডে- মতে দিনটি পালিত হয়ে আসছে। বিশ্ব দাড়ি দিবসে পুরুষের দাড়ি সম্পর্কে আমরা এমন কিছু তথ্য আপনাদের জানাব যা শুনলে রীতিমতো রোমাঞ্জিচ হবেন নারীরাও।

সমীক্ষায় জানা গেছে, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ যিনি দাড়ি কাটেন বা ছাঁটেন তিনি সারা জীবনে গড়ে তিন হাজার ৩৫০ ঘণ্টা ব্যয় করেন দাড়ির পিছনে। অর্থাৎ দিনের হিসেবে ১৩৯ দিনষ সময়ের হিসেবে অঙ্কটা কিন্তু কম নয় তাই কী বিপুল এই সময় বাঁচাতে রবীন্দ্রনাথ ঠাকুর, নির্মলেন্দু গুন কিংবা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন দাড়ি রাখতেন ? সঠিক সেই উত্তর জানা নেই কিন্তু হালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও দেখা যাচ্ছে লম্বা দাড়ি রাখতে।

সৌন্দর্য বিশেষজ্ঞরা বলেন, পুরুষের দাড়ি সৌন্দর্যের প্রতীক তো বটেই কিন্তু এর কিছু স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে। বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়ার হাত থেকে মুখাবয়বকে রক্ষা করে দাড়ি। গলায় ঠান্ডা লাগার হাত থেকেও নাকি এই দাড়ি রক্ষা করে থাকে। আবার শরীরের তাপমাত্রা ধরে রাখতেও নাকি দাড়ির গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইদানিং অনেক পুরুষ মানুষকেই ট্রিম করে সুন্দর দাড়ি রাখতে দেখা যাচ্ছে।

একটি মার্কিন সমীক্ষায় জানা গেছে, যেসব পুরুষরা দাড়ি রাখেন তাঁদের প্রতি মহিলারা বেশি আকর্ষিত হন। তবে শুধু দাড়ি রাখলেই চলবে না প্রয়োজন তার নিয়মিত পরিচর্যা। সেভিং বন্ধ করে দাড়ি বাড়াতে শুরু করলেই সৌন্দর্য আসবে না। প্রয়োজন তা নিয়মিত ট্রিম করা। বর্তমানে দাড়ির কাটিংয়ের মধ্যে ডাইক বা রয়্যাল বা সার্কল বিয়ার্ড অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এছাড়া পুরনো ফ্রেঞ্চ কাট তো আছেই। দাড়ির পরিচর্যা করতে নিয়মিত শ্যাম্পু বা অয়েলের দরকার আছে। না হলে প্রতিদিন মৃত কোষ এসে দাড়িতে জমা হবে। যা থেকে র্যাশ সৃষ্টি হতে পারে এবং চুলকানির সমস্যা হতে পারে। দাড়ির পরিচর্যার জন্য বিশেষ ছোটো ব্রেসেলসের চিরুনি জরুরি।

এই হল গিয়ে দাড়ি সম্পর্কে একটি ইতিকথা বিশ্ব দাড়ি দিবসে আপনিও রেজলিউশন নিতে পারেন সুন্দর আকর্ষণীয় দাড়ির রাখার। যা আপনার পৌরুষত্বকে বাড়িয়ে দিতে পারে কয়েক গুণ।

Share it