Simbox Fraud
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: সিমবক্স (Sim Box) ব্যবহার করে ব্যাঙ্ক জালিয়াতি সহ নানা ধরনের প্রতারণার ঘটনা ঘটছে আকছার। দেশের বিভিন্ন জায়গা তো বটেই আমাদের রাজ্যেও রীতিমত সক্রিত হয়ে উঠেছে এই জালিয়াত চক্র। কিন্তু, কী এই সিমবক্স? কীভাবে কাজ করে এটা? কীভাবেই বা একে হাতিয়ার করে ব্যবহার বাড়িয়ে চলেছে প্রতারকরা? তাই জানাব আপনাদের। যা জানলে শিউরে উঠবেন সকলেই।

সিমবক্স আসলে এমন এক যন্ত্র যার সাহায্যে আন্তর্জাতিক কলকে (International calls) লোকাল কলে পরিণত করা যায়। সহজ ভাষায় বলতে গেলে, সিমবক্স হল এক ধরনের সিম ব্যাংক। এর মধ্যে শতাধিক সিম কার্ড ঢোকানো যায়। বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বিদেশ থেকে আসা কলকে লোকাল নম্বরে ডাইভার্ট করে দেওয়া যায় সিমবক্সের সাহায্যে। এর ফলে আন্তর্জাতিক স্তরে কোনও অপরাধ হলে সহজে তা বোঝা যায় না। আর সেই কারণেই এর ব্যবহার এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অপরাধীদের কাছে।

এখানেই শেষ নয়। সিমবক্স ব্যবহার করে দুষ্কৃতীরা কোনও দুষ্কর্ম করলে, তার টাওয়ার লোকেশনও চিহ্নিত করা অত্যন্ত কঠিন হয়ে যায়। তাছাড়া তুলনামূলক ভাবে কলের খরচও অনেক কম।

সম্প্রতি রাজ্য পুলিশের STF বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকা থেকে বাংলাদেশ, শিলিগুড়ি, জলপাইগুড়ির ৩ জনকে গ্রেপ্তার করে। সিমবক্স, স্লট ছাড়াও প্রচুর রাউটার, মডেম, অসংখ্য অব্যবহৃত সিম, ল্যাপটপ, ডেটা কেবল উদ্ধার হয় তাদের কাছ থেকে। সবই ইন্টারনেট যোগাযোগের উপকরণ।

শুক্রবার গভীর রাতে নাকাশি পাড়া এলাকার একটি বাড়িতে হানা দিয়ে সেখানে থেকে আরও ২ টি সিমবক্স, ৬টি রাউটার উদ্ধার করেছে STF। মিলেছে প্রচুর চার্জার, কেবল, মোডেম-সহ নানা অত্যাধুনিক যন্ত্রাংশ। ধৃত এক বাংলাদেশি নাগরিককে জেরা করে তার বয়ানের উপর ভিত্তি করেই নদিয়ার এই বাড়িটির হদিশ পায় পুলিশ। সিম বক্স-এর ব্যবহার অপরাধীদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে গোয়েন্দা কর্তাদের।

Share it