By Polls
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন। একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। ৩ অক্টোবর ভোট গননা। তিনটি আসনেই ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ১৬ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।


শুধু ভবানীপুর নয়, একই সঙ্গে ভোটগ্রহণ হবে রাজ্যের আরও ছয় কেন্দ্রে। এর মধ্যে দু’টি আসনে বিধানসভা ভোটই হয়নি। ভোটগ্রহণের আগেই মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা গিয়েছিলেন। রাজ্যে গোসাবা, খড়দা, শান্তিপুর, দিনহাটা-সহ ৫ কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও, শুধুমাত্র ভবানীপুরেই উপনির্বাচন হচ্ছে ৩০ সেপ্টেম্বর।কোভিড বিধি মেনে ভোট প্রচার, জানিয়েছে নির্বাচন কমিশন।

লিখিত বিবৃতি জারি করে নির্বাচন কমিশন জানিয়েছে, ‘রাজ্যের মুখ্যসচিবের লিখিত বয়ান অনুযায়ী, কোভিড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে। রাজ্যের বন্যা পরিস্থিতি এই ভোটকেন্দ্রগুলির উপর প্রভাব ফেলেনি।এমনটাই জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব। রাজ্য নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। রাজ্যের কোনও মন্ত্রী ৬ মাসের মধ্যে ভোটে জিতে না এলে তৈরি হবে সাংবিধানিক সঙ্কট। সংবিধানের ১৬৪(৪) ধারা দেখিয়ে এই উদাহরণ দিয়েছেন মুখ্যসচিব। সাংবিধানিক প্রয়োজনীয়তা মেনে পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধে ভবানীপুরে ভোটের সিদ্ধান্ত।’

Share it