Delhi CCTV Loot
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দিনে দুপুরে বন্দুক হাতে হার্ডওয়্যারের দোকানে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। মালিককে ধাক্কা মেরে ভয় দেখিয়ে লুট করল টাকা পয়সা গয়নাগাটি। ঘটনাটি ঘটেছে শনিবার দিল্লির খেরা খুর্দ এলাকায়। লুটপাটের পুরো ঘটনাটি ধরা পড়েছে CCTV ফুটেজে।


ভিডিওটিতে দেখা যাচ্ছে ওই দুই দুষ্কৃতী মুখ ঢাকার জন্য মাথায় হেলমেট পরে রয়েছে। ভয় দেখিয়ে দোকানে হাজির ক্রেতাদের সরিয়েও দেয় তারা। সংবাদ সংস্থা ANI এই ভিডিও প্রকাশ করতেই তা ভাইরাল হয়ে যায়। তবে ওই দুষ্কৃতীদের পুলিশ ধরতে পেরেছে কিনা তা এখনও জানা যায়নি। তবে ঘটনার তদন্তে নেমেছে দিল্লি পুলিশ।

Share it