northern alliance
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: শয়ে শয়ে মিসাইল দাগা হচ্ছে তালিবানদের টার্গেট করে। নর্দার্ন অ্যালায়েন্সের সেই রোমহর্ষক ভিডিও সামনে এসেছে। গভীর রাতে তালিবানবাহিনী লক্ষ্য করে ছোঁড়া হচ্ছে একের পর এক মিসাইল।


আফগানিস্তানের বাকি অংশ দখল করলেও পঞ্জশির এখনও আয়ত্তে আসেনি তালিবান জেহাদিদের। তাদের সবচেয়ে বড় গলার কাঁটা এখনও পঞ্জশির। হিন্দুকুশ পর্বতে ঘেরা পঞ্জশির এখন তাদের দখলে বলে শুক্রবারই তারা দাবি করেছিল। তবে শনিবারেই তাদের কড়া প্রতিরোধের মুখে পড়তে হয়। ৭০০ তালিবান জেহাদিকে নিকেশ করা হয়েছে বলে দাবি নর্দান অ্যালায়েন্সের। পাশাপাশি মাসুদ বাহিনীর হাতে বন্দিও হয়েছে বহু তালিবান। নর্দান অ্যালায়েন্সের দাবি, অন্তত ৬০০ জন তালিবান আত্মসমর্পণ করেছে। অনেকে পালিয়েছে।

নর্দান অ্যালায়েন্স সূত্রে খবর, “আমরা সুবিধাজনক অবস্থায় আছি। গোটা প্রদেশ আমরাই নিয়্ন্ত্রণ করছি। সবটাই ছিল পূর্ব পরিকল্পিত।” ওয়াকিবহাল মহল বলছে, তালিবানকে ফাঁদে ফেলেছে উত্তরের জোট। তালিবান পঞ্জশির এলাকার অভ্যন্তরে ঢুকে পড়ার পড়লেও বাকি আফগানিস্তানের সঙ্গে তাদের যোগাযোগের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে অস্ত্র, খাবার সরবরাহ আটকে গিয়েছে। এর পাশাপাশি বেশিরভাগ এলাকায় ল্যান্ডমাইন বিছিয়ে দিয়েছে প্রতিরোধ বাহিনী। যার জেরে এগোতে গেলেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে তারা।

Share it