নিউজ ওয়েভ ইন্ডিয়া: আজীবন নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। কিন্তু, তিনি ফের স্বমহিমায়। তিনি আর কেউ নন ‘জার্ভো 69’। তবে এবার আর বাঁচার রাস্তা ছিল না। ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টোকে আঘাতের দায়ে গ্রেফতার করা হয়েছে ড্যানিয়েল জার্ভোকে।
The way jarvo 69 giving entertainment more than India’s middle order batting. pic.twitter.com/WhBkmHxzGt
— Sri Bala Harish Pendyala (@bala_harish27) September 3, 2021
এবার বল হাতে ওভালের মাঠে ঢুকে পড়েন ইউটিউবার জার্ভো 69। জার্ভোর এই হঠাৎ আগমনে পিছন থেকে আকস্মিক ধাক্কা খান জনি বেয়ারস্টো। ফলে তিনি চমকে যান। এই কারণেই এবার তাকে হাজতে ঢুকতে হল।
এর আগে ইংল্যান্ড ও ভারতের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে, লর্ডসে ভারতের জার্সি গায়ে বিরাট কোহলিদের হয়ে ফিল্ডিং করার ছলে নামেন ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো। হেডিংলিতে পরের ম্যাচেই আবার মাঠে নামেন তিনি। এবার ব্যাট হাতে ভারতের পক্ষে ব্যাটিং করার ভান ধরে নেমেছিলেন। ফলে হেডিংলিতে তাকে আজীবন নিষিদ্ধ করার পাশাপাশি জরিমানাও করা হয়েছিল।
হেডিংলিতে নিষিদ্ধ হয়ে ও জরিমানা গুনেও থামেননি জার্ভো। দ্য ওভালেও আবার একই কাজ করেছেন তিনি। এবার বল হাতে নামেন ভারতের হয়ে বোলিং করতে। ঘটনাটি ঘটেছে ৩৪ ওভারের মাথায়। ম্যাচের দ্বিতীয় দিন ৩৩.২ ওভারে তখন ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ১০৯ রান। ব্যাটিংয়ে ছিলেন ওলি পোপ, নন স্ট্রাইক প্রান্তে জনি বেয়ারস্টো। বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন উমেশ যাদব। সেই সময় হঠাৎ করে গ্যালারি থেকে দ্রুত বেগে দৌঁড়ে মাঝ মাঠে চলে আসেন ড্যানিয়েল জার্ভিস বা জার্ভো। দ্রুত বেগে দৌঁড়ে এসে নন স্ট্রাইক প্রান্তে থাকা বেয়ারস্টোকে সজোরে ধাক্কাও দেন তিনি, যা টিভি ক্যামেরাতে ধরা পড়ে। এরপর লন্ডনের মেট্রোপলিটন পুলিশ তাকে গ্রেফতার করে।