Delhi Tunnel
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: ব্রিটিশ আমলের গোপন সুড়ঙ্গের হদিশ পাওয়া গেল দিল্লি বিধানসভা চত্বরে। সুড়ঙ্গটি দিল্লি বিধানসবা থেকে লালকেল্লা পর্যন্ত বিস্তৃত। এই খবরটি জানিয়েছেন দিল্লি বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস। তিনি জানিয়েছেন, এই টানেলের মতো কাঠামোটি এতদিন অনাবিষ্কৃতই ছিল। রাম নিবাস আরও বলেছেন স্বাধীনতা সংগ্রামী বন্দিদের লুকিয়ে লালকেল্লার আদালতে পাঠাতে এই সুড়ঙ্গটি ব্যবহার করত ব্রিটিশরা।


দিল্লি বিধানসভার অধ্যক্ষ জানিয়েছেন, ১৯৯৩ সালে প্রথমবার বিধায়ক হওয়ার পর তিনি এই সুড়ঙ্গের কথা শুনেছিলেন। তারপর তিনি খোঁজখবর নেওয়া শুরু করেন। এর ইতিহাস জানার চেষ্টা করেন। জানতে পারেন যে এই সুড়ঙ্গটির অস্তিস্ব থাকলেও এই মূল দরজাটি কোথায় তার হদিশ পায়নি প্রত্নতত্ত্ববিদরা। অবশেষে এই সুড়ঙ্গের মুখ আবিষ্কৃত হয়েছে। কিন্তু প্রত্নতাত্ত্বিকবিদরা দেখেন এর ভিতরে যাওয়া সম্ভব নয়। তার কারণ সুড়ঙ্গের বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। মেট্রোরেল এবং সুয়ারেজ সিস্টেমের সংস্কার করতে গিয়ে।

ইতিহাসবিদরা বলছেন, ১৯১২ সালে ভারতের রাজধানী কলকাতার পরিবর্তে দিল্লি হওয়ার পরে ব্রিটিশরা বিধানসভা ভবনটিকে কেন্দ্রীয় আইনসভা হিসেবে ব্যবহার করত। আর এই সুড়ঙ্গটি স্বাধীনতা সংগ্রামীদের আদালতে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হত।

রাম নিবাস আরও জানিয়েছে, এই বিধানসভাতেই একটি জায়গায় ফাঁসির মঞ্চ তৈরি করেছিল ব্রিটিশরা। এখনও সেই স্থানটি রয়েছে। তবে সেটি বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। এবার সরকার চিন্তাভবানা করছে স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই ফাঁসির স্থানটি সংস্কার করে খুলে দিতে। ওই জায়গাটিকে স্বাধীনতা সংগ্রামীদের স্মরণে একটি মিউজিয়াম বানানো হবে।

Share it