নিউজ ওয়েভ ইন্ডিয়া: মা দুর্গার মুখের আদল হুবহু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল। এক ঝলক দেখলে মনে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ই স্বয়ং মা দুর্গা রূপে ধরা দিয়েছেন মৃন্ময়ী রূপে। বাগুইহাটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির এবার এমনই চমক দিতে চলেছে দর্শনার্থীদের। মূর্তিটি তৈরি হবে ফাইবার গ্লাসে।
পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, গত ১০ বছর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার যা যা উন্নয়নমূলক কাজ করেছেন তার সবই তুলে ধরা হচ্ছে এই পুজো মণ্ডপে। থিমের নাম তাঁরা দিয়েছেন ‘তুমিই ভরসা’। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার আগে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসলে বাংলায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করবেন তিনি। তাঁর কথা মতো, ইতিমধ্যেই চালু হয়েছে লক্ষ্মী ভান্ডার। জনপ্রিয়তায় আকাশ ছোঁয়া এই প্রকল্পের আদলেই সাজতে চলেছে পুজো মন্ডপ।
West Bengal | 3 committees collaborate to make idol of Goddess Durga resembling CM Mamata Banerjee
"Every person in Bengal considers her as Goddess Durga. The benefits she provided to people haven't been seen in world," says Partha Sarkar, Vice Pres, Nazrul Park Unnayan Samiti pic.twitter.com/wZZzUlUTBc
— ANI (@ANI) September 2, 2021
এবছর বাজেট কম রেখেই থিমের পুজো করা হবে, জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। মুখ্যমন্ত্রীর আদলে মূর্তি গড়ছেন কুমোরটুলির বিখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল। তিনি বলেন, উদ্যোক্তাদের দাবি মেনে আমি মূর্তি গড়ার কাজ শুরু করে দিয়েছি। তবে এই মূর্তিটির শাস্ত্র বিধি মেনে পুজো হবে না। পুজোর জন্য অন্য একটি প্রথামাফিক মূর্তি গড়া হচ্ছে। দেবী দুর্গার দশ হাতে থাকবে মমতার সরকারের দশটি জনপ্রিয় প্রকল্পের নাম। আর প্রতিমার চালচিত্র হিসাবে থাকবে মুখ্যমন্ত্রীরই তৈরি করা বিশ্ব বাংলা লোগো।
Nazrul Park Unnayan Samiti in Baguiati collaborated with Crowdnxt Mediia Art to produce Goddess Durga idol resembling CM Mamata Banerjee
"It costs Rs 2.10 lakhs. Her 10 hands will represent her govt schemes," says Dipanwita Bagchi, Director, Crowdnxt Mediia Art pic.twitter.com/DoWYPAgJuf
— ANI (@ANI) September 2, 2021
বিরোধীরা অবশ্য এই পুজোর মধ্যেও রাজনীতির গন্ধ পেতে শুরু করেছেন। এক পুজো উদ্যোক্তাকে সেই প্রশ্ন করা হলে অভিযোগ উড়িয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে উন্নয়নমূলক কাজ করেছেন সেকথা মাথায় রেখেই এই থিমের ভাবনা। এরমধ্যে কোনও রাজনীতির গন্ধ নেই।