JDU leader
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: অন্তর্বাস পরে ট্রেনের ভিতরে ঘুরে বেরাচ্ছেন বিহারের JDU বিধায়ক গোপাল মণ্ডল। সম্প্রতি এমনই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ওঠে সমালোচনার ঝড়। বিতর্ক ধামাচাপা দিতে অন্তর্বাস পরে চলন্ত ট্রেনে ঘুরে বেরানোর কারণ সংবাদ সংস্থা ANI-কে ব্যাখ্যা করেন খোদ বিধায়ক।


বৃহস্পতিবার পাটনা থেকে নিউ দিল্লি তেজস এক্সপ্রেসে যাচ্ছিলেন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। সেই সময় তাঁকে কামরার মধ্যেই অন্তর্বাস পরে ঘোরাফেরা করতে দেখা যায়। সহযাত্রীরা জানিয়েছন, ওই ট্রেনেই থাকা এক যাত্রী তাঁকে এভাবে ঘোরাফেরা করতে দেখে প্রতিবাদ করেন। তাতে মেজাজ হারান অভিযুক্ত নেতা। যাত্রীর সঙ্গে তাঁর বচসা বেঁধে যায়। পরে ওই যাত্রী RPF-এর কাছে অভিযোগও জানান। এরপর ট্রেনের কামরা বদল করে নেন গোপাল মণ্ডল।

বিতর্ক এড়াতে অন্তর্বাস পরে ট্রেনে বিধায়কের ঘোরাফেরার কারণ ব্যাখ্যা করেন বিধায়ক গোপাল মণ্ডল। তিনি জানান, ওইদিন পেটখারাপ হয়েছিল তাঁর। ঘন ঘন শৌচালয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছিল। সে কারণে কিছু সময়ের জন্য অন্তর্বাস পরেই ট্রেনে ঘোরাফেরা করছিলেন।

Share it